বাংলাদেশ আওয়ামীলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী ও পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষ্যে ১৭ নং পশ্চিম বাকলিয়া ওয়ার্ডর কাউন্সিলর ও চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগর উপ-প্রচার সম্পাদক মাহাম্মদ শহিদুল আলমের নেতৃত্বে শনিবার (২৫ জুন) সকাল এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় আওয়ামীলীগ, যুবলীগ, স্বেছাসবক লীগ, ছাত্রলীগ কর্মীসহ বিপুল সংখ্যক সাধারণ জনসাধারণ অংশ নেন। শোভাযাত্রা শুরুর প্রাক্কালে কাউন্সিলর শহিদুল আলম বলেন,বাংলাদশ আওয়ামীলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকীর ইতিহাসর সাথে জড়িয়ে আছে এদেশের শোষিত মানুষের শোষন বঞ্চনার বিরুদ্ধে লড়াই সংগ্রামের ইতিহাস। শত ঘাত-প্রতিঘাত ষড়যন্ত্র পেরিয় প্রিয় দল জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ২০২২-এ প্রতিষ্ঠাবার্ষিকী আওয়ামীলীগের গৌরব নুতন অধ্যায় সৃষ্টি করেছে ‘পদ্মা সেতুর উদ্বোধন” । এই সেতু দক্ষিণাঞ্চলসহ পুরো বাংলাদেশের জীবনযাত্রায় অভাবনীয় পরিবর্তন আনবে। গড়ে উঠবে নতন নতুন কল কারখান ও শিল্পাঞ্চল। সৃষ্টি হবে নতুন কর্মসংস্থান। দেশের অর্থনীতির সূচক প্রবদ্ধি বৃদ্ধি পাবে। এই সাফল্য ও কৃতিত্বর অংশীদার একমাত্র জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা। তিনি এই সাফল্যর ধারাবাহিকতাকে অক্ষুণ্ণ রাখতে দলকে আগামী দিন রাষ্ট্র ক্ষমতায় সকল নেতা-কর্মীকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।শোভাযাত্রাপূর্ব সমাবেশে বক্তব্য রাখেন কামাল আহমদ, মুজিবুর রহমান,আব্দুল হাকিম,আব্দুল হানান,মা.জাহাঙ্গীর,আমজাদ হাসন,সলু,নাজিম উদ্দীন,ওমর ফারুখ সনট,ইয়াছিন টিপু,আফজাল হাসন প্রমুখ।
Discussion about this post