রাউজানের সদর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের কাজী পাড়ায় স্বেচ্ছাশ্রমে প্রায় ৫শ’ফুট দৈর্ঘ্যরে ৭ফুট প্রস্থের রাস্তা নির্মাণ করা হয়েছে।দেখা গেছে,কেউ কোদাল দিয়ে মাটি কাটছেন,কেউ টুকরিতে মাটি নিয়ে রাস্তায় তৈরীর নির্ধারিত জমি ভরাট করছে। আবার কেউ কেউ সড়কের জন্য নির্ধারিত স্থানের আগাচা পরিস্কার করছেন।প্রায় ৫শ’ ফুট একটি রাস্তা নির্মাণ কাজে নিয়োজিত ছিলেন বিভিন্ন শ্রেণী পেশার প্রায় অর্ধশতাধিক মানুষ।স্থানীয় ইউপি চেয়ারম্যান বিএম জসিম উদ্দিন হিরু ও প্যানেল চেয়ারম্যান মোজাম্মেল হক খোকন উপস্থিত হয়ে স্বেচ্ছাশ্রমে রাস্তা নির্মাণে ব্যস্ত মানুষগুলোকে অনুপ্রেরণা যোগাচ্ছেন।রাস্তার কাজ শুরু হওয়ায় স্থানীয়দের চোখেমুখে ছিল আনন্দের ছাপ।জানা যায়,কাজী পাড়ার মানুষের দুর্ভোগের কথা চিন্তা করে ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান মোজাম্মেল হক খোকন এই উদ্যোগ নেন।ইউপি সদস্য বলেন,আমাদের এমপি মহোদয় নির্দেশ দিয়েছেন জনস্বার্থে যে কোনো ভালো কাজে জনপ্রতিনিধিদের সম্পৃক্ত থাকতে হবে। দীর্ঘদিন ধরে কাজীপাড়া এলাকার লোকজন দুর্ভোগে ছিলেন।স্থানীয়দের স্বেচ্ছাশ্রমে বর্তমানে কাজ হচ্ছে এতে এলাকাবাসী আনন্দিত।
Discussion about this post