কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ঈদগাও বাস স্টেশন থেকে সাহাব উদ্দিন নামে এক জনকে গ্রেপ্তার করেছে স্থানীয় থানা পুলিশ। তার কাছ থেকে অস্ত্র ও কার্তুজ উদ্ধার করা হয়েছে বলে দাবি পুলিশের । সোমবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। আটক যুবক ইসলামাবাদ ইউনিয়নের ৬ নং ওয়ার্ড পূর্ব ইউসুফেরখীলের মৃত আব্দুল হামিদের ছেলে । ঈদগাঁও থানার ওসি মোঃ আবদুল হালিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বাসস্টেশনের ঈদগড় রাস্তার মাথায় অস্থায়ী চেকপোস্ট বসায় পুলিশ। এ সময় ঈদগড়মুখী সিএনজিতে তল্লাশি চালিয়ে এক যুবককে আটক ও তার কোমর থেকে দেশীয় তৈরি একটি এলজি ও তিন রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়। আইনানুগ ব্যবস্থা নেয়ার জন্য তাকে থানা হেফাজতে আনা হয়েছে ।
Discussion about this post