কক্সবাজারের ঈদগাঁও ও ইসলামপুর থেকে ৪ আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল হালিমের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স আজ ১৪ জুলাই ভোররাতে এ অভিযান চালান।
আটককৃতরা হলো ইসলামপুর ইউনিয়নের উত্তর নাপিতখালীর মৃত বদি আলমের পুত্র আলী হোছন, ঈদগাঁও কালিরছড়া উত্তর পাড়ার মোহাম্মদ হোছন প্রকাশ বাটুর পুত্র নুরুল আজিম, পূর্ব মেহের ঘোনা ফরিদ আহাম্মদ কলেজের দক্ষিণ পাশের মৃত মোহাম্মদ হোছন এর পুত্র দেলোয়ার হোছন এবং মেহের ঘোনার ছব্বির আহমদের পুত্র মোহাম্মদ জালাল মিয়া প্রকাশ টুক্কুইল্যা।
আসামীদেরকে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে। থানার ওসি মোঃ আব্দুল হালিম জানান, আটকৃতরা সি, আর ও জি, আর মামলার পলাতক আসামী।
Discussion about this post