রেজি তথ্য

আজ: সোমবার, ৭ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ ২২শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ ৪ঠা রবিউস সানি, ১৪৪৬ হিজরি

তালতলীতে সাংবাদিক পরিবারকে অবরুদ্ধ করে হয়রানির অভিযোগ

ডেক্স নিউজ

বরগুনার তালতলীতে স্থানীয় এক সাংবাদিকের ক্রয়কৃত সম্পত্তি জবরদখল করতে না পারায় সাংবাদিক পরিবার অবরুদ্ধ ও তার ক্রয়কৃত জমির সিমানা পিলার উপরে ফেলা সহ জমি দখলের জন্য জমিতে রোপন কৃত কলা ও কচু গাছ কাটার অভিযোগ পাওয়া গেছে ওই এলাকার আ.রব ও তার ছেলে শাহিনের বিরুদ্ধে। এমনকি কলা চারা সহ নানা ধরনের বর্জ ফেলছে সাংবাদিকের বাড়ির পুকুরে।স্থানীয় ওই সাংবাদিক তালতলী সাংবাদিক ঐক্যজোটের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

সাংবাদিকের পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ১৯ শে জুলাই (মঙ্গলবার) সকাল ৯ টার দিকে উপজেলার কড়ইবাড়িয়া ইউনিয়নের ঝাড়াখালী এলাকায় ইব্রাহিম সুমনের জমি দখল করতে শাহিন, আ.রব সহ বেশ কয়েক জন লোক দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে আসে এবং জমির গাছ কাটতে থাকে। সেখানে কেউ নামলে তার গর্দান কেটে নিবে মর্মে হুমকি দেয়। সংবাদ পেয়ে তালতলী থানা পুলিশ এসে পরিস্থিতি শান্ত করে। অন্য দিকে দেখা যায় বাড়ির লোক জন চলাচলের রাস্তা আটকে দেয়। চতুর্দিকে বেড়া দিয়ে অবরুদ্ধ করে রাখে তাদের। তার জমির উপর দিয়েও তাকে চলতে বাধা দেয়া হয়। আ.রব তার বাড়ির জন্য ওয়াল টানে যেখানে ইব্রাহিম সুমনেরও জমি আছে বলে জানা যায়।সাংবাদিক ইব্রাহিম সুমন মুঠোফোনে বলেন, আমার জমি তারা জবর দখলের পায়তারা করছে। আমাদের অবরুদ্ধ করে রাখছে। ওই জমি তাদের দখলে না দিলে আমাদের জানে মেরে ফেলবে বলে হুমকি দেয়। বর্তমানে আমি বাড়ি না থাকায় তারা আমার জমি দখল করতে আসছে। এছাড়াও ২০১৯ সালে আমাদের বেশ কয়েকটি গাছ কেটে নিয়ে যায়। যার তদন্ত চলমান।এবিষয়ে আ.রব ও তার ছেলে শাহিনের সাথে যোগাযোগের জন্য গেলে তারা স্থানীয় সাংবাদিকদের সাথে কথা বলতে নারাজ।তালতলী থানার অফিসার ইনচার্জ কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, মুঠোফোনে অভিযোগ পেয়ে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি শান্ত করা হয়েছে। উভয় পক্ষ থানায় আসবে বলে জানিয়েছে। এছাড়াও এখন পর্যন্ত আমাদের কাছে কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on pinterest
Pinterest
Share on reddit
Reddit

Discussion about this post

এই সম্পর্কীত আরও সংবাদ পড়ুন

আজকের সর্বশেষ

ফেসবুকে আমরা

সংবাদ আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১