চট্টগ্রামের হালদা নদী থেকে বৃহস্পতিবার(২১ জুলাই) আরো একটি মৃত ডলফিন উদ্ধার করেছে। সকালে রাউজান উপজেলার পূর্ব গুজরা ইউনিয়নের আজিমের ঘাট এলাকায় মৃত ডলফিনটি ভেসে থাকতে দেখা যায়। ডলফিনটি প্রায় ৭ ফুট দৈর্ঘ্য এবং ওজন ৬০ কেজি। ডলফিনটি পচে যাওয়ায় মৃত্যুর কারণ নির্ধারণ করা বা জানা সম্ভব হয়নি।
হালদা বিশেষজ্ঞ ও চবি প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মনজুরুল কিবরিয়া জানায়, বিগত এক সপ্তাহে হালদা নদীতে তিনটি ডলফিনের মৃত্যুসহ আজ (২১ জুলাই ২০২২) ৩৮তম ডলফিন এর মৃত্যু হয়েছে।
Discussion about this post