চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার গাছবাড়িয়া খাঁনহাট বাজার ব্যবসায়ী সমিতির ব্যবস্থাপনা কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন-২০২২ অনু্ষ্ঠিত হয়েছে।শুক্রবার (২২ জুলাই ) উপজেলার গাছবাড়িয়া নিত্যানন্দ গৌরচন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয় হলরুমে ব্যবসায়ী সমিতির এ নির্বাচন অনু্ষ্ঠিত হয়। এদিন সকাল ৯ টা থেকে শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহন চলে। একইদিনে ভোট গণনা শেষে সন্ধ্যায় ৭টায় ফল ঘোষণা করা হয়। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন চৌধুরী আমীর মোহাম্মদ সাইফুদ্দীন ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আবু সৈয়দ চৌধুরী নির্বাচিত হয়েছেন ।নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পাদনের লক্ষ্যে উপজেলা প্রশাসন ও থানা পুলিশ সার্বক্ষণিক তদারকি করেন।
এছাড়া সহ-সভাপতি মোঃ জাহেদ, সাংবাদিক মোহাম্মদ কমরুদ্দিন, সহ-সাধারণ সম্পাদক, আবুল হাসেম চৌধুরী, মোঃ আব্দুর রহিম রনি, অর্থ সম্পাদক মোঃ ফরিদ আহমদ চৌধুরী, সহ-সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আব্দুর রহিম, ধর্মীয় সম্পাদক পদে:-
মোঃ শহিদুল ইসলাম নির্বাচিত হয়েছেন।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সহ – অর্থ সম্পাদক হাসান আহমদ, দপ্তর সম্পাদক মোঃ আরমান হোসেন, আপ্যায়ন সম্পাদক আনু মিয়া, সাংগঠনিক সম্পাদক মোঃ শওকত হোসেন, ক্রীড়া সম্পাদক মোহাম্মদ হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ জাহেদুল ইসলাম।খাঁনহাট বাজার ব্যবসায়ী সমিতি ব্যবস্থাপনা কমিটির ত্রি-বার্ষিক নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাসেল চৌধুরী। নির্বাচন পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাছরীন আক্তার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মওলানা মোঃ সোলাইমান ফারুকী, চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার হোসেন, থানার ওসি (তদন্ত) মো. শফিকুল ইসলাম, চন্দনাইশ প্রেস ক্লাবের সভাপতি আবিদুর রহমান বাবুল, সাধারণ সম্পাদক মো. নুরুল আলম, খাঁনহাট বাজার ব্যবসায়ী সমিতির উপদেষ্টা যথাক্রমে মো. সেলিম চৌধুরী, আহমেদুর রহমান, মো. মাহাবুবুল আলম, মো. নজরুল ইসলাম, মোঃ ফরিদুল ইসলাম চৌধুরী, মো. সাইফুদ্দিন ফারুকী, মো. আবু তাহের চৌধুরী, মোহাম্মদ আরিফুল রহমান, মোঃ মঈন উদ্দিন, মোহাম্মদ ছৈয়দ নুর, মোঃ জসিম উদ্দিন, জয়নাল আবেদীন, আবদুর রহিম সহ প্রমুখ।
Discussion about this post