বান্দরবানের জেলা – উপজেলা সাংবাদিকদের সাথে আলোচনা ও মত বিনিময় সভা করলেন সেনা রিজিয়ন।৮ আগষ্ট (সোমবার) সকালে বান্দরবান সেনা রিজিয়নের আয়োজনে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ অডিটরিয়ামে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল মোঃ জিয়াউল হক, এনডিসি, এফডব্লিউসি, পিএসসি, কমান্ডার ৬৯ পদাতিক ব্রিগেড ও রিজিয়ন কমান্ডার বান্দরবান রিজিয়ন। অনুষ্ঠানে ব্রিগেডিয়ার জেনারেল মোঃ জিয়াউল হক বলেন, পার্বত্য বান্দরবানের সকল স্তর মানুষের শান্তি সম্প্রীতি ও উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনী নীরলসভাবে কাজ করে যাচ্ছে। তাছাড়া পাহাড়ের শান্তিপূর্ণ অবস্থান ও স্থিতিশীলতা বজায় রাখতে অবিরাম কাজ করে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী।
তিনি আরো বলেন, পার্বত্য এলকার সাংবাদিকরা হচ্ছে পাহাড়ের দর্পণ। পাহাড়ের সকল জাতি গোষ্ঠির সৌহাদ্যপূর্ণ সহাবস্থান, ভ্রাতৃত্বের বন্ধন অটুট রেখে কাজ করতে হবে সকলকে। তথ্য নির্ভর সংবাদের মাধ্যমে পার্বত্য এলাকায় উন্নয়নের চিত্র গুলোকে সারা বিশ্বে জানান দেয়ার অনুরোধ করেন।
মতবিনিময় সভায় সেক্টর কামান্ডার, বিজিবি সেক্টর সদর দপ্তর, জোন কমান্ডার, প্রেস ক্লাব সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, সাধারণ সম্পাদক মিনারুল হক সহ জেলা – উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা ।
Discussion about this post