কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের বাখরনগর এলাকায় একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে ছিটকে পড়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত।
বৃহস্পতিবার (২০ অক্টোবর) বেলা সাড়ে ১১.৩০ টায় কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের মুরাদনগর উপজেলার বাখরনগর এলাকায় সিএনজি পাম্পের পাশে এ দূর্ঘটনাটি ঘটে।
স্হানীয় সূত্রে জানা গেছে, স্হানীয়রা তাদেরকে তাতক্ষনিক উদ্ধার করে দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। নিহতদের পরিচয় না মেলায় বিকাল ৩টা পর্যন্ত দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বারান্দায় পড়েছিল। মীরপুর হাইওয়ে পুলিশ সংবাদ পেয়ে মোটরসাইকেল ও মরদেহ দুটি ফাঁড়িতে নিয়ে যায়।
রাত ৯ টায় এ রিপোর্ট লিখা পর্যন্ত নিহত দুই মোটরসাইকেল আরোহীর পরিচয় পাওয়া যায়নি। তাদের দুজনের বয়স আনুমানিক ২৬-২৮ বছর হবে বলে স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে। গঠনা স্থলে ড্রাইভার ইমন (২৬) প্রত্যক্ষদর্শী জানান, বেপরোয়া গতিতে চালানো কুমিল্লাগামী একটি মোটরসাইকেল হঠাৎ বাখরনগর এলাকায় একটি গাছের সাথে ধাক্কা লেগে দুই আরোহী ছিটকে পড়ে মারাত্মক আহত হন। স্থানীয়দের সহযোগিতায় আহতদের আমার অটোতে করে দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক এক যুবককে মৃত ঘোষণা করেন, অপর যুবককে প্রাথমিক চিকিৎসা দিয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনিও মারা যান।
মীরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ নজরুল ইসলাম জানান, বেলা সাড়ে ১১,৩০ টায় একটি জিকসার মোটরসাইকেল (নম্বর ঢাকা মেট্রো-ল ৩৩-২৮১৭) বাখরনগর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে দুমড়ে মুচড়ে যায় এবং দুই আরোহীর মৃত্যু হয়। নিহত দুজনের মাথায় হেলমেট ছিল। পুলিশ মরদেহ ফাঁড়িতে নিয়ে যায়, নিহতদের পরিচয় এখনো শনাক্ত করতে পারেনি পুলিশ।
Discussion about this post