রামগড় স্থলবন্দরে অবকাঠামো নির্মাণের শুরুতে ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী বাঁধার মুখে প্রায় ছয় মাস বন্ধ থাকার পর অবশেষে পুনরায় নির্মাণকাজ শুরু হবে বলে জানিয়েছে ত্রিপুরার আগরতলায় নিয়যুক্ত বাংলাদেশের সহকারী হাই কমিশনার আরিফ মোহাম্মদ, গত বৃহস্পতিবার রামগড় স্থলবন্দরের ইমিগ্রেশন ভবন নির্মাণকাজ দেখতে এসে এ কথা জানায়।
সহকারী হাই কমিশনার আরিফ মোহাম্মদ সাব্রুম ও রামগড় স্থলবন্দরে ইমিগ্রেশন চালুর প্রস্তুতি মূলক কাজের অগ্রগতিতে সন্তুোষ প্রকাশ করে বলে শীগ্রই ইমিগ্রেশন কার্যক্রম চালু করা হবে। এ বিষয়ে ২১ অক্টোভর ইমিগ্রেশন ভবন নির্মাণকাজের তদারকারী প্রকৌশলী রহুল আমিন দৈনিক দেশবাংলা প্রতিনিধিকে জানায় ইমিগ্রেশন ভবনের কাজ ১০০% সমাপ্ত হয়েছে, তবে ভবনে বিভিন্ন দপ্তরের বুথ সেন্টার সেটিংয়ের কাজ শেষ পর্যায়।আগামি ২৭ অক্টোবরে মধ্যে ইমিগ্রেশন সংক্রান্ত সকল প্রস্তুতি মুলক কাজ শেষ হবে।
Discussion about this post