রামগড় ব্যাটালিয়ন ৪৩ বিজিবি’র লক্ষিছড়া বিওপির নায়েব সুবেদার মোঃ হুমায়ুন কবির এর নেতৃত্বে একটি টহল দল খাগড়াছড়ির মাটিরাংগা সদর ইউপির উত্তর লক্ষিছড়া এলাকা হতে মালিকবিহীন কড়াই গোলকাঠসহ একটি চাঁদেরগাড়ী জিপ আটক করেছে। ৪৩ বিজিবি সদর দপ্তর সূত্রে জানাযায় ৭ ডিসেম্বর বিকাল ৩.৩০ টার সময় লক্ষিছড়া বিওপির টহলদল অবৈধ কাঠবোঝাই গাড়িটি আটক করে।সর্বশেষ জানাযায় আটককৃত কাঠ ও গাড়ী রামগড় বনবিট অফিসে জমা করা হয়েছে।
Discussion about this post