১৮ জানুয়ারি ( বুধবার) জাতীয় মানবাধিকার কমিশনের গণশুনানি অনুষ্ঠিত হয় রাংগামাটির ক্ষুদ্র নৃগোষ্ঠী ইনস্টিটিউট মিলনায়তনে। গণশুনানির আগে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ মানববন্ধন করে, পরে স্মারকলিপি প্রদানের মাধ্যমে গণশুনানিতে অংশগ্রহণ করে। এতে কমিশনের চেয়ারম্যান, সদস্য বৃন্দ, রাংগামাটি জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার, জেলা পরিষদের চেয়ারম্যান, পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, ভুক্তভুগী পরিবার উপস্থিত ছিলেন।
এসময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন পিসিএনপির চেয়ারম্যান কাজী মোঃ মজিবর রহমান, মহাসচিব মোঃ আলমগীর কবির, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সোলায়মান, কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক কাজী মোঃ জালুয়া, মিজানুর রহমান বাবু, পিসিসিপির জেলা সভাপতি হাবিব আজম প্রমুখ।
Discussion about this post