কক্সবাজারের ঈদগাঁওতে কাভার্ড ভ্যানের ধাক্কায় মোটর সাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছে।সোমবার সকাল ৭ টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ঈদগাঁও উপজেলার ঈদগাঁও ইউনিয়নের নাসির ব্রিজের দক্ষিণ পার্শ্বে এ ঘটনা ঘটেছে বলে জানান ঈদগাঁও থানার ওসি মো. গোলাম কবির।নিহতরা হলো ঈদগাঁও উপজেলার সদর ইউনিয়নের চাঁন্দের ঘোনার মৃত আব্দুস সমদের ছেলে নুরুল আজিম (৩০) এবং একই এলাকার আবুল হোসেনের ছেলে দেলোয়ার হোসেন সাঈদী (২৮)। তারা পরস্পর নিকটাত্মীয়।স্থানীয়দের বরাতে ওসি বলেন, সকালে তারা মোটর সাইকেল যোগে ঈদগাঁও স্টেশনে যাচ্ছিল। পথিমধ্যে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ঈদগাঁওনাসির ব্রিজের দক্ষিণ পার্শ্বে পৌঁছুলে চট্টগ্রামমুখি একটি কাভার্ড ভ্যান দেয়। এতে মোটর সাইকেলটি দুমড়ে মুচড়ে যায় এবং দুই আরোহী ঘটনাস্থলে নিহত হন।পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুইজনের মৃতদেহ উদ্ধার করেন।ঘটনার পর কাভার্ড ভ্যানটি জব্দ করা হলেও চালক ও সহকারি পালিয়ে গেছে বলে জানান ওসি।রামু হাইওয়ে ক্রসিং থানার ওসি মো. মেজবাহ উদ্দিন বলেন, নিহতদের লাশ নিজেদের বাড়ীতে রয়েছে। স্বজনরা বিনা ময়নাতদন্তে লাশ দাফনের আবেদন জানিয়েছে।প্রবাসী নুরুল আজিমের কয়েকদিনের মধ্যে বিদেশে যাওয়ার কথা ছিল।স্থানীয় সাংবাদিক মিছবাহ উদ্দিন জানান, একইদিন দুপুর দুইটাই নিজ এলাকায় নিহতদের জানাজা অনুষ্ঠিত হবে।
Discussion about this post