মুরাদনগরে আনুষ্ঠানিক ভাবে ফ্রি চক্ষু চিকিৎসা সেবা ও বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) সকালে উপজেলা সদরের মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ওই ক্যাম্প উদ্বোধন করেন, অনুষ্ঠানের প্রধান অতিথি এফবিসিসিআই’র সাবেক সভাপতি আলহাজ ইউসুফ আব্দুল্লাহ হারুন এমপি। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আলাউদ্দীন ভূঞা জনীর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, লায়ন্স কাব অফ গ্রীন সিটির ডা: এএফএম কামাল উদ্দিন সেলিম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: এনামুল হক, সদর ইউপি চেয়ারম্যান অধ্যাপক কাজী তুফরিজ এটন। সহকারী উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফার উপস্থাপনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুন্সী মুহাম্মদ মোছলেহ উদ্দীন, ব্যবসায়ী তারেক আবদুল্লাহ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম সরকার, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা: মোহাম্মদ আলী, নবীপুর পশ্চিম ইউপি চেয়ারম্যান ভিপি জাকির হোসেন, জেলা পরিষদ সদস্য মমতাজ বেগম, দক্ষিণ মুরাদনগর কল্যাণ সমিতির প্রচার সম্পাদক কাইয়ুম ভুইয়া, উপজেলা প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান, উপজেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক আব্দুর রহিম, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আক্তার হোসেন মেম্বার, উপজেলা আওয়ামী লীগের সদস্য কুলসুম আক্তার মিতু, উপজেলা কৃষক লীগের সহ-সভাপতি মোহাম্মদ হাসান, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাফিজ খান প্রমূখ।
উল্লেখ্য, এফবিসিসিআই’র সাবেক সভাপতি আলহাজ ইউসুফ আব্দুল্লাহ হারুন এমপি’র ব্যাক্তিগত উদ্যোগে প্রায় ৯ শতাধিক রোগীকে ফ্রি চিকিৎসা সেবা ও বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়।
Discussion about this post