সারা দেশের মতো কুমিল্লার মুরাদনগরেও জাতীয় বীমা দিবস পালিত হয়েছে। বুধবার (০১ মার্চ) দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত একটি বনার্ঢ্য র্যালি বের হয়ে উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে নেতৃত্ব দেন, উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ নাজমুল হুদা।
‘আমার জীবন আমার সম্পদ, বীমা করলে থাকবে নিরাপদ’ এ শ্লোগানকে সামনে রেখে র্্যালি শেষে উপজেলা পরিষদের কবি নজরুল ইসলাম মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ নাজমূল হুদার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: মোহাম্মদ আলী, উপজেলা কৃষি কর্মকর্তা পাবেল খান পাপ্পু, সাংবাদিক মাহবুব আলম আরিফ, ইনস্যুরেন্স কোম্পানীর পক্ষে মজিবুর রহমান ভূইয়া।
উপজেলা সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফার উপস্থাপনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা ফওজিয়া আকতার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আব্দুল আউয়াল খন্দকার, উপজেলা প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান ও সাংবাদিক আরিফ গাজী প্রমুখ।
উল্লেখ্য : আলোচনা সভা শেষে গ্রাহকদের মাঝে ৩০ লাখ টাকার চেক বিতরণ করা হয়।
Discussion about this post