রেজি তথ্য

আজ: বৃহস্পতিবার, ৭ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ ২২শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

বঙ্গমাতা এসএ গ্রুপ নিবেদিত আন্তরজাতিক স্কোয়াশ টুর্নামেন্ট শুরু

ডেক্স নিউজ

সাফল্যের ধারাবাহিকতায় ২য় বারের মত বন্দর নগরি চট্রগ্রামে ৮ দেশের অংশগ্রহণে শুরু হয়েছে বঙ্গমাতা এসএ গ্রুপ আন্তর্জাতিক স্কোয়াশ টুর্নামেন্ট। বাংলাদেশ ছাড়াও হংকং, ভারত, পাকিস্থান, শ্রীলংকা, মালয়েশিয়া, কুয়েত ও মিশরের খ্যাতিমান খেলোয়াড়রা অংশগ্রহণ করবে। বাংলাদেশ স্কোয়াশ রেকেটস ফেডারেশন আয়োজিত উক্ত টুর্নামেন্টে ৩৫ জন পুরুষ খেলোয়াড় অংশ নিচ্ছেন। প্রতিযোগিতার ভেন্যু চট্রগ্রাম ক্লাবে উক্ত প্রতিযোগিতার সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়। টুরনামেন্টে চলবে ৭ই মার্চ থেকে ১১ই মার্চ পর্যন্ত। ৭ই মার্চ (বুধবার) চট্টগ্রাম ক্লাবে ট্রফি উন্মোচনের মাধ্যমে প্রতিযোগীতার দিন গননা শুরু হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অথিতি হিসাবে উপস্থিত ছিলেন চট্রগ্রাম বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার ড. প্রকাশ কান্তি চৌধুরী। আরও উপস্থিত ছিলেন চট্রগ্রাম ক্লাব লিঃ এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান জহিরুল ইসলাম চৌধুরী আলমগির, ফেডারেশনের সহসভাপতি মীর্জা সালমান ইস্পাহানি, টুর্নামেন্টের স্পন্সর প্রতিষ্ঠান এস এ গ্রুপের চেয়ারম্যান সাহাবুদ্দিন আলম, ফেডারেশনের সাধারণ সম্পাদক ব্রীগেডিয়ার জেনারেল জি এম কামরুল ইসলাম এসপিপি (অবঃ), চট্রগ্রাম ক্লাব লিঃ এর স্কোয়াশের মেম্বার ইনচার্জ মোঃ সালামত উল্লাহ (বাহার) এমবিএ ও এসএ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সাজ্জাদ আরেফিন আলম সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ, অংশগ্রহণকারী দেশী-বিদেশী স্কোয়াশ খেলোয়াড়গন এবং ইলেকট্রনিক, প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সাংবাদিক বৃন্দ।প্রধান অথিতির বক্তব্যে ড. প্রকাশ কান্তি চৌধুরী বলেন সুস্থ জাতি গঠনে খেলাধুলার বিকল্প নেই। তিনি এই ধরণের আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজনের মাধ্যমে দেশের খেলোয়াড়দের দক্ষতা ও খেলার মান উন্নয়নে সকলকে যৌথ ভাবে কাজ করার জন্য বলেন।এসএ গ্রুপের চেয়ারম্যান সাহাবুদ্দিন আলম বলেন, বিগত বছরের ধারাবাহিকতায় এবারও বঙ্গমাতার স্মরণে আয়োজিত এই টুর্নামেন্টের সাথে সম্পৃক্ত হতে পেরে আমরা গর্বিত। তিনি আরও বলেন একটি শক্তিশালী, মেধাবী এবং কর্মঠ জাতি গঠনে খেলাধুলার কোন বিকল্প নেই। এসএ গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ সর্বদা এই অভীষ্ট লক্ষ অর্জনে কাজ করে যেতে বদ্ধপরিকর।ফেডারেশনের সাধারণ সম্পাদক ব্রীগেডিয়ার জেনারেল জি এম কামরুল ইসলাম এসপিপি (অবঃ) বলেন, এস এ গ্রুপের সহযোগিতায় “২য় বঙ্গমাতা আন্তর্জাতিক স্কোয়াশ প্রতিযোগীতা ২০২৩ আয়োজন করতে পেরে আমরা আনন্দিত। আমরা স্কোয়াশ খেলাকে জনপ্রিয় করে দেশের মান-সন্মান ও ভাবমূর্তি উজ্জ্বল করতে বদ্ধপরিকর।” বর্তমানের অর্থনৈতিক পরিস্থিতির মধ্যে এত বড় একটা প্রতিযোগীতার  আয়োজনে সর্বভাবে এগিয়ে আসার জন্যে তিনি এস এ গ্রুপকে ধন্যবাদ জানান।চ্যালেঞ্জার ট্যুর-৫ প্রতিযোগীতায় দেশসেরা স্কোয়াশ খেলোয়াড় যথা শহীদ, সুমন, রনি ও মাসুমসহ নয়জন পুরুষ খেলোয়াড় খেলবে মিশর, কুয়েত, ভারত, হংকং, শ্রীলংকা ও মালেশিয়ার ২৩ জন পেশাদার খেলোয়াড়দের সাথে। বিশ্বের ৮২ ও ৮৩ তম রেংকধারী মিশরের ইব্রাহীম ও সাইফের সাথে এই প্রতিযোগীতায় অংশ নিবে মালেশীয়া, কুয়েত, ভারত আর শ্রীলংকার শ্রেষ্ট স্কোয়াশ খেলোয়াড় যথাক্রমে রাহুল, আলতামী, সন্দীপ ও রবীন্দ্রশ্রীর।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on pinterest
Pinterest
Share on reddit
Reddit

Discussion about this post

এই সম্পর্কীত আরও সংবাদ পড়ুন

আজকের সর্বশেষ

ফেসবুকে আমরা

সংবাদ আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১