হোমিও চিকিৎসকদের নামের পূর্বে ডাক্তার পদবী ফিরে পাওয়ার দাবীতে চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে মানববন্ধন ১৬ মার্চ (বৃহসপতিবার) সকাল ১১টায় অনুষ্ঠিত হয়। হোমিও পেশাজীবি সমিতি (হোপেস) বাংলাদেশ কর্তৃক ঘোষিত কেন্দ্রসহ ৬৪টি জেলা ও উপজেলাতে মানববন্ধন কর্মসূচির অংশ হিসেবে এই মানববন্ধন চট্টগ্রাম জেলা শাখার উদ্যোগে কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ডা. লোকমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন হোমিওপ্যাথিক বোর্ডের সাবেক সদস্য ডা. এসএসজে খন্দকার। এসময় আরো উপস্থিত ছিলেন ডা. নুরুদ্দিন জাহেদ মঞ্জু, ডা. বেলাল উদ্দিন খন্দকার, ডা. মীর কাশেম, ডা. সুভাষ চৌধুরী, ডা. মোহাম্মদ মিয়া প্রমূখ। মানববন্ধনে এই বিষয়ে প্রধানমন্ত্রীর নির্বাহী ক্ষমতাবলে পূর্বের ডাক্তার পদবী ফিরিয়ে পাওয়ার আহ্বান জানান।
Discussion about this post