জাতির পিতা বঙ্গবন্ধু শখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষ্যে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কাম্পানী লিমিটড-এর ব্যবস্হাপনা পরিচালক প্রক. মা. রফিকুল ইসলাম মহাদয়র নেতৃত্বে কেজিডিসিএল কর্তৃক বিভিন কর্মসূচি পালন করা হয়। উক্ত কর্মসূচির অংশ হিসব কোম্পানির ষোলশহর প্রধান কার্যালয় জাতির পিতা বঙ্গবন্ধু শখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণর মাধ্যম শ্রদ্ধা নিবদন, আলোচনা সভা ও দোয়া মাহফিল এবং কক কেটে দিবসটি পালন করা হয়। এত কেজিডিসিএল-এর সকল মহাব্যবস্হাপক, উপ-মহাব্যবস্হাপক, কেজিডিসিএল এর অফিসার্স ওয়েলফেয়ার এসোসিয়শন ও কেজিডিসিএল কর্মচারী ইউনিয়ন, রজি: নং চট্ট-২৭৭০ (সিবিএ)’র নেতৃবৃন্দ সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারীগণ অংশগ্রহণ করেন।
Discussion about this post