জায়গা জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিবেশি প্রতিপক্ষকে অস্ত্র দিয়ে ফাঁসাতে গিয়ে ভূজপুর থানা পুলিশের হাতে ধরা খেলেন হারুয়ালছড়ি এলাকার নাসির প্রকাশ নুরুল হক এবং সজল কান্তি দে নামের দুই ব্যক্তি।জানা গেছে,২৮ মার্চ (মঙ্গলবার) দিবাগত রাত আড়াইটার দিকে হারুয়ালছড়ি কোম্পানীটিলা নামক এলাকায় মাদক ও অস্ত্র উদ্ধার সংক্রান্ত বিশেষ অভিযানে যান ভূজপুর থানার এসআই রাশেদসহ সঙ্গীয় পুলিশ ফোর্স।এ সময় নাসির প্রকাশ নুরুল ইসলাম প্রকাশ নুনাইয়া জানায় পূর্ব ফটিকছড়ি মাতবর পাড়া এলাকায় জনৈক নিকাশ চন্দ্র দে এর বাড়ীতে অবৈধ অস্ত্র রয়েছে।পরে পুলিশ উক্ত নাসির প্রকাশ ননাইয়াকে ব্যাপক জিজ্ঞাসাবাদ শুরু করলে তার কথাবার্তা অসংলগ্ন হওয়ায় তাকে আটক করেন।পরে আটককৃত ননাইয়া পুলিশের কাছে স্বীকার করে সজল কান্তি দে এর সহযোগীতায় নিকাশ চন্দ্র দে কে ফাঁসাতে এই নাটক করেছে।পুলিশ সজল কান্তি দে কে আটক করে পুলিশ।উভয়ের দেয়া তথ্যমতে পূর্ব ফটিকছড়ি মাতবরপাড়া এলাকা জনৈক নিকাশ চন্দ্র দে এর বাড়ীর পাশ থেকে ১ টি চাপাতি,২টি কার্তুজ,১টি লোহার তৈরি এলজি উদ্ধার করে।আসামীদের বিরুদ্ধে ভূজপুর থানায় ১৯৭৮ সালের অস্ত্র আইনের ১৯/এ ধারায় মামলা দায়ের শেষে জেল হাজতে প্রেরণ করেন।
Discussion about this post