খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ( ইউপিডিএফ) এর সক্রিয় সদস্য প্রকাশ্যে চাঁদাবাজি করতে গিয়ে জনতার গণপিটুনিতে আহত কর্মীর মৃত্যুার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে সংগঠনের নেতাকর্মীরা।
সোমবার (৩ এপ্রিল) দুপুর দেড়টার দিকে উপজেলার জামতল এলাকায় ইউপিডিএফ সর্মথিত পিসিপি, গণতান্ত্রিক যুব ফোরাম, হিল উইমেন্স ফেডারেশনের ৫০/৬০ জন নেতাকর্মী হঠাৎ বিক্ষোভ মিছিল বের করেন। এ সময় বিক্ষোভকারীরা একটি অটোরিক্সা ভাঙচুর করে এবং চালক ও ভিডিপি সদস্য মো. শাহাবুল ইসলাম(৪৫) কে মারধর করে। মিছিল শেষে আগামী ৫ এপ্রিল বুধবার আধাবেলা ৫ উপজেলা রামগড়,গুইমারা,মাটিরাংগা,মানিকছড়ি,লক্ষ্মীছড়ি ও চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়ক অবরোধের ডাক দেন ইউপিডিএফের উপজেলা পোস্ট পরিচালক অংশি মারমা।বিক্ষোভ শেষে মানিকছড়ি উপজেলা ইউপিডিএফ (মূল) দলের পোস্ট পরিচালক অংশি মারমা বাঙালি কর্তৃক ইপিডিএফ (মূল) দলের কালেক্টর হ্লাচিংমং মারমা (উষা) কে হত্যার বিচার ও জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান। পরে পুলিশ ও সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে বিক্ষোভকারীরা দ্রুত পালিয়ে যায়।
Discussion about this post