চট্রগ্রামের কর্ণফুলী উপজেলার চরলক্ষ্যা ও জুলধা ইউনিয়নে উদ্ধারকৃত সরকারি খাস জমিতে থাকা সাড়ে চার একর জমির মধ্যে তিন একর জমিতে পুকুরসমূহে প্যাডেলিং বোট ও কায়াকিং বোট এবং সাঁতার প্রতিযোগিতার মধ্য দিয়ে এই
মিনি শিশু পার্কটি উদ্বোধন করেন। উদ্বোধনী কার্যক্রমে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের সন্মানিত চেয়ারম্যান ফারুক চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার মো: মামুনুর রশীদ, উপজেলা স্থানীয় সরকার প্রকৌশলী জাহিদুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বাবুল চন্দ্রনাথ, উপজেলা শিক্ষা অফিসার জনাব মোঃ আলমগীর, উপসহকারী প্রকৌশলী জনাব তাসলিমা আক্তার, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা, সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ সদস্যগণ, গ্রাম পুলিশ এবং স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ।
এই মিনি শিশু পার্কে সুস্থতার জন্য হাঁটাহাটিসহ পার্কের পুকুরে বিভিন্ন বোটগুলোতে যে কেউ নির্মল আনন্দ উপভোগ করতে পারবে। “সাঁতার প্রশিক্ষণ কেন্দ্র” এর পুকুরে নবাগত যে কেউ সাঁতার শেখার সুযোগ রয়েছে, সুস্থতা ও আত্মরক্ষার জন্য সাঁতার শিখা এবং চর্চার বিকল্প নেই। সরকারি খাস জমির উপর অবস্থিত উক্ত মিনি শিশু পার্ক” ও “সাঁতার প্রশিক্ষণ কেন্দ্র” সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। ৫ এপ্রিল ( বুধবার) এই উদ্বোধন কালে তিনটি প্যাডেলিং বোট ও একটি কায়াকিং বোটের উদ্বোধন করা হয়। এছাড়া বিভিন্ন বিদ্যালয়ের আট জন শিক্ষার্থী সাঁতার প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে।
Discussion about this post