রোয়াংছড়ি উপজেলায় পাহাড়ি দুই গ্রুপ সশস্ত্র সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে ৮ জন নিহত হয়েছেন বলে জানা গেছে।
শুক্রবার (৭ এপ্রিল) রোয়াংছড়ি সদর ইউনিয়নের খামতাংপাড়ায় এই ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।
স্থানীয় সূত্রের তথ্য মতে,গত দুই দিন ধরে রোয়াংছড়ি সদর ইউনিয়ন খামতাং পাড়া ও আশেপাশে এলাকায় ইউপিডিএফ( গণতন্ত্র)ও কেএনএফের মধ্যে গোলাগুলি চলছিল। আজ সকালে খামতাং পাড়ায় কয়েকটি লাশ পড়ে থাকতে দেখে স্হায়ী’রা পুলিশ কে খবর দেয়।খবর পেয়ে রোয়াংছড়ি থানা পুলিশ বেলা ১টায় ঘটনাস্থল থেকে আটটি গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করে।
এদিকে ঘটনার পর থেকে আতংকিত খামতাং পাড়ার লোকজন রোয়াংছড়ি ও রুমা উপজেলা সদরে নিরাপদ আশ্রয়ে চলে গেছে। পাড়াবাসীরা ফোনে এমনটি জানিয়েছেন বলে জানান পাইন্দু ইউনিয়নের চেয়ারম্যান উহ্লা মং মারমা।
রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান এই তথ্য নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। মরদেহগুলো কোন গ্রুপের তা নিশ্চিত করা যায়নি। তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বান্দরবান জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যান্য আইনি প্রক্রিয়া চলমান বিস্তারিত পরে জানানো হবে বলে জানান রোয়াংছড়ি থানার ওসি।
Discussion about this post