বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা বিএনপির উদ্যোগ বিদ্যুৎ গ্যাস চাল ডাল তেল চিনি সহ দাম বাড়ার প্রতিবাদে বিএনপির ঘোষিত ১০ দফা দাবি বাস্তবায়নে অতি জেলা উপজেলায় অবস্থান কর্মসূচির পালন করেছ। কেন্দ্রীয় বিএনপি’র কর্মসূচির অংশ হিসেবে নাইক্ষ্যংছড়ি উপজেলা বিএনপি অংগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে নাইক্ষ্যংছড়ি বাজারে এ অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়। শনিবার বিকাল ৪ ঘটিকায় নাইক্ষ্যংছড়ি বাজার চত্বরে। উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ আব্দুল আলিম বাহাদুর এর সঞ্চালনায় এবং উপজেলা বিএনপির সভাপতি আরেফ উল্লাহ চুট্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত এই কর্মসূচিতে প্রধান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ জসিম উদ্দিন তুষার, বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপি নেতা সিলিম রেজা, জেলা যুব দলের সাবেক সাধারণ সম্পাদক সাহাদাত হোসেন, নাইক্ষ্যংছড়ি উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মৌলানা সুলতানা আহামেদ, সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হামিদা চৌধুরী, সদর ইউনিয়ন বিএনপির আহবায়ক মোহাম্মদ ইউনুছ, সদস্য সচিব জহির আহমেদ, যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন, ঘুমধুম ইউনিয়ন বিএনপির সদস্য সচিব খায়রুল ইসলাম, উপজেলা যুব দলের সভাপতি আবু সোফিয়ার চৌধুরী সোহেল, সদস্য সচিব আবু কায়ছার, যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম, ছাত্র দলের আহবায়ক জিয়াবুল হক জিয়া, যুগ্ম আহবায়ক মিজানুর রহমানসহ আরো অন্যান্য গণ্যমান্য নেতৃবৃন্দ। অবস্থান কর্মসূচি শেষে চার শতাধিক গরীব অসহায়দের মাঝে ইফতার বিতরণ করেন।
Discussion about this post