রেজি তথ্য

আজ: বৃহস্পতিবার, ৮ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ ১৯শে জিলকদ, ১৪৪৪ হিজরি

ডা. জাফরুল্লাহ’র জানাজা পড়তে চান গ্রামের মানুষ

শাহাদাত হোসেন, রাউজান :

ডা.জাফরুল্লাহ মত দেশে আরেকজন সৃষ্টি হবে না

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরীর মৃত্যুতে এলাকাবাসীর শোকপ্রকাশ।ডা. জাফরুল্লাহর গ্রামের বাড়ি চট্টগ্রামের রাউজান উপজেলার বাগোয়ান ইউনিয়নের ৭নং ওয়ার্ডের কোয়েপাড়া গ্রামে। তার ভাই-বোনরা ঢাকায় ও বিদেশে থাকেন। মঙ্গলবার (১১ এপ্রিল) রাতে মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে তার নিজ এলাকায় শোকের ছায়া নেমে আসে।কোয়েপাড়া এলাকার বাসিন্দারা ডা. জাফরুল্লাহকে নিয়ে গর্ব করে।তার মত দেশে আরেকজন জাফরুল্লাহ সৃষ্টি হবে না মনে করছে এলাকার লোকজন। তার গ্রামের মানুষ পড়তে চান,ডা. জাফরুল্লাহ নামাজে জানাজা।এজন্য এলাকাবাসীর পক্ষ থেকে ডা. জাফরুল্লাহ পরিবারকে অনুরোধ জানানো হচ্ছে। ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য আজিমুল হক বলেন,আমরা ডা. জাফরুল্লাহর মতো একজন ভালো মানুষকে হারিয়েছি। তিনি করোনাকালী সময়ে এলাকার মানুষকে ত্রাণ সহায়তা দিয়েছেন। এছাড়াও বিভিন্ন সময় এলাকার মানুষকে যথাসাধ্য সহযোগিতা করতেন। ডা. জাফরুল্লাহ চৌধুরী বঙ্গবন্ধুর একজন কাছের মানুষ ছিলেন।তিনি গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা করে ছিলেন।দেশে দেশে চিকিৎসা হাতে ডা.জাফরুল্লাহ্ অনেক অবদান রয়েছে। তার মতো আরেকজন সৃষ্টি হবে না। আমরা তাকে নিয়ে গর্বিত।এলাকায় তার লাশ এনে জানাজা পড়তে চান গ্রামের মানুষ। এ বিষয়টি পরিবারের সদস্যদের জানানো হয়েছে, তারা সিদ্ধান্ত নেবেন।মঙ্গলবার রাত সাড়ে ১১টায় ডা. জাফরুল্লাহ চৌধুরী রাজধানীর ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। উল্লেখ্য ডা.জাফরুল্লাহর জন্ম ১৯৪১ সালের ২৭ ডিসেম্বর চট্টগ্রাম জেলার রাউজানের বাগোয়ান ইউনিয়নের ৭নং ওয়ার্ডের কোয়েপাড়া গ্রামের চৌধুরী বাড়িতে। পিতামাতার ১০ সন্তানের মধ্যে তিনি সবার বড়।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on pinterest
Pinterest
Share on reddit
Reddit

Discussion about this post

এই সম্পর্কীত আরও সংবাদ পড়ুন

আজকের সর্বশেষ

ফেসবুকে আমরা

সংবাদ আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০