খাগড়াছড়ির মাটিরাঙ্গায় মোটরসাইকেল-পিকআপ মুখোমুখি সংঘর্ষে এক কলেজ ছাত্র নিহত হয়েছে।
বুধবার (১২এপ্রিল) সকালে উপজেলার গোমতি ইউনিয়নের বান্দর ছড়া নামক এলাকায় ইউনুছ (১৮) নামে এক কলেজ শিক্ষার্থী নিহত ও (চালক) আহত হয়েছে,নিহত গোমতী ইউপি’ র গরগরিয়ার এলাকার স্হানীয় বাসিন্দা সাহেব মিয়ার ছেলে।
পরে আহত অবস্থায় ২ জনকে স্হানীয়রা উদ্ধার করে দ্রুত মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ইউনুছকে মৃত ঘোষণা করেন।এ সময় ইয়াছিনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আমজাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের লাশ থানায় আনা হয়েছে, পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে
Discussion about this post