বন্দর নগরি চট্টগ্রামের বিভিন্ন ওয়ার্ডে সমাজের দুস্থ ও সুবিধাবঞ্চিত প্রায় এক হাজার মানুষের মাজে ইফতারির জন্য রান্না করা খাবার বিতরন করা হয়। ১৩ই এপ্রিল বৃহস্পতিবার ২৭ নং ওয়ার্ডের প্রায় সাতশ মানুষ, ৩৭ নং ওয়ার্ডের মসজিদের এতিকাপে বসা প্রায় একশ মুসল্লি ও ২৬ নং ওয়ার্ডের দুইশ পথচারির মাঝে এখাবার বিতরন করা হয়। উল্লেখ্যযে দস্তরখানা নামক এই সংগঠন কোন রকম অনুদান ছাড়া সংগঠনের দাতা ও কর্মীদের একান্ত অংশ গ্রহনে প্রতি মাসে একবেলা খাবার খাওয়ানোর উদ্যোগ গ্রহন করে।ইতিমধ্যে সংগঠন হতে নগরীর ৩৭,৩৯,৪০,৪১ নং ওয়ার্ডে ৩০০০ এর অধিক সুবিধাবঞ্চিত মানুষদের একবেলা পেটভরে খাওনো হয়েছে। সংগঠনের মুখপাত্র কাজী মাকসুদুল আরেফিন আসিফ এর নেতৃত্বে এসময় আরো উপস্থিত ছিলেন সংগঠন সমন্বয়কারী আবু নাছের জুয়েল, মোঃ সৈয়দ হোসেন ,মো:রাজু,মো:দিদার, আবু সাইদ, আল আমিন রায়হান, মোঃ রফিক, সজীব কান্তি দাশ, মোঃ রায়হান, মোঃ ফয়সাল,মোঃ রাসেল, আহমেদ রকিব, মোঃ রুমান, মোঃ জুম্মান, মোঃ সাজিম, মোঃনাজমুল, আউয়াল খান শাহীন, ইভান আহমেদ ইমন, মোঃ ফয়সাল, মোঃ ইমন, মোঃ বাদশাহ, মোজাম্মেল হোসেন সিয়াম, মোঃ শাওন, মোঃ বাবলু, মোঃ বাদশাহ,মোঃ সাজিদ, মোঃ মোবারক, মোঃআলামিন সহ প্রমূখ।
Discussion about this post