থেমে থাকেননি মানবতার সহায়তা। রমজানের শেষ দিনেও অসহায় গরীব দুঃস্থদের মাঝে ঈদ সামগ্রী নিয়ে মহালছড়ি জোনের আওতাধীন ভূয়াছড়ি গ্রামবাসীদের পাশে দাড়িয়েছেন বাংলাদেশ সেনাবাহিনী। নিত্য প্রয়োজনীয় ভোগ্য সামগ্রী ঈদ উপলক্ষে ভূয়াছড়ি আর্মি ক্যাম্পের তত্ত্বাবধানে ২১ এপ্রিল (শুক্রবার) সকাল থেকেই খাগড়াছড়ি রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল গোলাম মহিউদ্দিন আহমেদ উপস্থিত হয়ে সেনাবাহিনীর প্রধানের পক্ষে এই ঈদ উপহার তুলে দেন। প্রায় তিন শতাধিক অসহায় গরীব দুঃস্থ পাহাড়ি বাঙালি পরিবারের হাতে লুঙ্গি,শাড়ি, সেমাই, চিনি, কিচমিচ, দুধ,চাউল,ডাল,তেল ও রান্নার বিভিন্ন মশলা সহ সামগ্রী তুলে দিতে পেরে সেনাবাহিনীও নিজেকে গর্বিত মনে করেন। এই ঈদ সামগ্রী পুরো রমজান মাস ব্যাপী তিন পার্বত্য জেলার সকল উপজেলায় বিভিন্ন পাহাড়ি বাঙালি গ্রামের স্হানীয় গরীব দুঃস্থদের মাঝে বিতরণের মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীর মানবতার কার্যক্রম অব্যাহত রেখেছে। ভূয়াছড়ি ঈদ উপহার সামগ্রী স্হানীয় গরীব দুঃস্থদের মাঝে বিতরণের সময় উপস্থিত ছিলেন স্হানীয় জনপ্রতিনিধি গনরাও।।
Discussion about this post