খাগড়াছড়ির রামগড় উপজেলায় মহান স্বাধীনতা যুদ্ধে আত্মদানকারী বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন আফতাবুল কাদের বীর উত্তম এর ৫২ তম শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ এপ্রিল) রামগড় উপজেলা কেন্দ্রীয় কবরস্থানে তাঁর সমাধিতে পুষ্পমাল্য অর্পণ শেষে কবর জিয়ারত করা হয়। ১৯৭১ সালের ২৭ এপ্রিল খাগড়াছড়ির মহালছড়িতে পাক বাহিনী ও তাদের সহযোগী মিজোবাহীনির সাথে সংঘটিত এক সম্মুখ যুদ্ধে শহীদ ক্যাপ্টেন আফতাবুল কাদের শহীদ হন,এ শাহাদাতবার্ষিকী উপলক্ষে শহীদ আফতাবুল কাদের বিদ্যা নিকেতন এর উদ্যোগে পুষ্পমাল্য অর্পণ,কবর জিয়ারত ও শহীদের রুহের মাগফেরাত কামনা করে বিদ্যালয় প্রাঙ্গণে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেন রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবির) জোন অধিনায়ক লেঃ কর্নেল আবু বকর সিদ্দিক সাইমুম।
এ সময় শহীদ ক্যাপ্টেন আফতাবুল কাদের বিদ্যা নিকেতন পরিচালনা পর্ষদের সভাপতি ও সাবেক খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য মংপ্রু চৌধুরী, রামগড় উপজেলার মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মফিজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম, বীর মুক্তিযোদ্ধা হাজী শহিদুল্লা, বীর মুক্তিযোদ্ধা মোঃ বাহার উদ্দিনসহ শহীদ ক্যাপ্টেন আফতাবুল কাদের বিদ্যানিকতনের শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
Discussion about this post