কুমিল্লার মুরাদনগরে সেলিম মিয়া নামে প্রতিবন্ধী হত্যার প্রধান আসামীকে চট্টগ্রাম থেকে গ্রেফতার করেছে মুরাদনগর থানা পুলিশ। বুধবার (২৬ এপ্রিল) রাতে চট্টগ্রামের বাকলিয়া থানার এছহাকের ব্রীজ এলাকায় অভিযান চালিয়ে ইকবাল হোসেন নামের ওই ঘাতককে গ্রেফতার করেন । ইকবাল (২৬) উপজেলার মোচাগড়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।
গত ২৫ এপ্রিল রোববার মুরাদনগর উপজেলার মোচাগড়া গ্রামে আম গাছ থেকে আম পারা কে কেন্দ্র করে বোনকে মারধরের প্রতিবাদ করায় সেলিম মিয়াকে পিটিয়ে হত্যা করা হয়। প্রতিবন্ধী সেলিম মিয়া (৩৫) ওই গ্রামের আব্দুর রশিদের ছেলে। এঘটনায় সেলিমের ভগ্নিপতি মোঃ ফারুক মিয়া বাদী হয়ে মুরাদনগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।নিহতের বোন অরুনা বেগম জানান, গাছের আম পাড়া নিয়ে পাশের বাড়ির জুনায়েদ আমাকে মারধর করে চোখে গুরুতর জখম করে। আমাকে মারধরের প্রতিবাদ করায় পাশের বাড়ির ইকবাল (২৬) জুনায়েদ (১৫), আরিফ (৩০), ছোটন (১৬), তাজু (৪০), রিফাত (২৮), নুর নবী (১৪) সহ আরো অনেকে মিলে আমার ভাইকে দেশীয় লাঠিসোটা দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে হত্যা করেন।
মুরাদনগর থানার অফিসার ইনচার্জ ওসি আজিজুল বারী ইবনে জলিল বলেন, এসআই বোরহান উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে চট্টগ্রামের বাকলিয়া এলাকায় অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি ইকবাল হোসেনকে গ্রেফতার করেন। তাকে আদালতে মাধ্যমে কুমিল্লা জেলহাজতে প্রেরণ করা হয়েছে। বাকিদের আটক অভিযান অব্যাহত।
Discussion about this post