খাগড়াছড়ির পানছড়িতে পাহাড়ের আঞ্চলিক সন্ত্রাসী সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (প্রসিতখীসা গ্রুপ) ইউপিডিএফের এক সক্রিয় সদস্যকে অস্ত্র ও গুলিসহ আটক করা হয়েছে।
শুক্রবার (২৮ এপ্রিল) ভোর ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জেলার পানছড়ি উপজেলায় আলীচান কারবারীপাড়ায়,পানছড়ি সাব জোনের ক্যাপ্টেন মো. সিয়াম-এ-নূরের নেতৃত্বে একটি বি টাইপ টহল দল অভিযান পরিচালনা করে নয়ন্ত চাকমাকে(২৫) কে একটি ৭.৬২ এমএম বিদেশী পিস্তল, একটি ম্যাগাজিন এবং তিন রাউন্ড তাজা এ্যামোনিশনসহ হাতেনাতে আটক করে সেনাবাহিনী সদস্যরা।আটককৃত ব্যাক্তি উপজেলার আলীচাঁন কারবারীপাড়ার স্হায়ী বাসিন্দা গোপন নবদ্বীপ চাকমার ছেলে।পানছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি)হারুনুর রশীদ জানান, আটককৃত সন্ত্রাসীকে পানছড়ি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
Discussion about this post