পার্বত্য খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় রাস্তার পাশে পড়ে থাকা একজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (৩ মে) সকাল সাড়ে নয়টার দিকে জামতলী সড়কের পাশ থেকে রাহুল কর্মকার(৩৩) নামক এক ব্যাক্তির লাশ উদ্ধার করা হয়,সে উপজেলার সুধীর মেম্বারপাড়া গ্রামের বাসিন্দা মৃত তপন কর্মকারের ছেলে। স্থানীয়দের সূত্রে, বুধবার ভোরে একজনের মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে।পুলিশ সুত্রে জানা যায়, নিহত ব্যাক্তির মাথায় পিঠে এবং শরীলের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে।এ সময় পাশ্ববর্তী দোকানদার মাইকেল দাশ জানান, গত মঙ্গলবার দিবাগত রাত নয়টায় আমার দোকান থেকে খিলি পান কেনেন রাহুল কর্মকার। আমার সামনেই রাহুলের স্ত্রী বাড়ী যাওয়ার জন্য ফোন করেছিল।সে বাড়ী যাচ্ছে এ কথা বলে দোকান থেকে বেড়িয়ে যায়।এ বিষয়ে নিহতের স্ত্রী রুপা কর্মকার জানান, গতকাল রাত নটায় ফোনে কথা হয়েছিলো, সে বলেছে বাড়ী আসবে। পরে রাত বারোটা থেকে মোবাইল ফোন বন্ধ ছিলো,তাই আর যোগাযোগ করা সম্ভব হয়নি। নিহত ব্যক্তির ছোট ভাই জীবন কর্মকার জানান, রাত বারোটা বেজে গেলে ভাই বাড়ীতে না আসায় খোজ করতে থাকি।সকালে রাস্তার পাশে লাশ পড়ে রয়েছে বলে খবর পাই, খবর পেয়ে এসে শনাক্ত করি মৃত ব্যাক্তি আমার ভাই । তিনি জানান, আমার ভাইকে হত্যা করা হয়েছে।দীঘিনালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধারের করা হয়েছে, এ ঘটনায় জড়িতদের গ্রেফতারের জোর চেষ্টা চলছে।
Discussion about this post