কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন আকুবপুর ইউনিয়নের পীর কাশিমপুর ও হিরাকাশি গ্রামে শনিবার (০৬ মে) অবৈধ ড্রেজারের বিরুদ্ধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন,২০১০ অনুসারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: নাজমুল হুদা। এ অভিযানে ০২ টি অবৈধ ড্রেজার মেশিন জব্দ করা হয়। অভিযানে প্রয়োজনীয় আইনানুগ সহযোগিতা প্রদান বাংগরা বাজার থানা পুলিশের সাব ইন্সপেক্টর হোসেন এর নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল। উপজেলার কৃষিজমি রক্ষায় অসাধু ড্রেজার ব্যবসায়ী চক্রকে নির্মূল করার লক্ষ্যে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।
Discussion about this post