বন্যা, ভূমিধস, বজ্রপাতের ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে করণীয়,বজ্রপাতে সচেতনতা ও প্রস্তুতি শীর্ষক এক কর্মশালা সোমবার(৮ মে) স্বাস্থ্য শিক্ষা ব্যুরো, স্বাস্থ্য সেবা বিভাগের উদ্যোগে, বর্ণমালা কমিউনিকেশন লিমিটেডের সহযোগিতায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে অনুষ্ঠিত হয়। কর্মশালায় সভাপতিত্ব করেন হাটহাজারী উপজেলা আবাসিক মেডিকেল অফিসার ডা. সোহানিয়া আক্তার বিল্লাহ। অনুষ্টানে উপস্থাপনায় ছিলেন, ডা.তাসলিমা আক্তার। স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ব্যুরো এবং স্বাস্থ্য সেবা বিভাগের উদ্যোগে বর্ণমালা কমিনিউকেশন লিমিটেডের সহযোগিতা ছিলেন মাহমুদুল হাসান ও পার্থ সিং। উপস্থিত ছিলেন,হাটহাজারী প্রেস ক্লাব এর সভাপতি বাবু কেশব বড়ুয়া,চিকিৎসকদের মধ্যে উপস্থিত ছিলেন,অর্থোপেডিক্স কনসালটেন্ট ডাঃ খালিদ বিন ইসলাম, ডা.রাশেদুল ইসলাম জুনিয়র কলসালটেন্ট (শিশু),ডা. মোহাম্মদ রাশেল (চর্ম ও যৌন),প্রেস ক্লাব-সহ-সভাপতি মোহাম্মদ হোসেন। উপজেলা আনছার ভিডিপি কর্মকর্তা প্রমুখ। সভায় বক্তারা বলেন,অতিবৃষ্টি, বজ্রপাত, ভূমিকম্পের কারণ হচ্ছে পাহাড় কেটে পরিবেশ ধ্বংস, পাহাড় ঘেষেঁ ইটভাটা, অবৈধ বসতি, অপরিকল্পিত অবকাঠামো গড়ে উঠা, নির্বাচারে বৃক্ষ নিধনের কারণে পরিবেশ বিপর্যয় ঘটছে। এর থেকে পরিত্রাণের জন্য পাহাড়ে বসবাসকারী ছিন্নমূল মানুষের জন্য সমতলে আবাসন নির্মাণ, পাহাড়ের পাদদেশে ঘর–বাড়ি নির্মাণ বন্ধ করা, পাহাড়ে পরিবেশ বান্ধব ও পাহাড় রক্ষাকারী গাছ–বাঁশ রোপন, পাহাড় থেকে মাটি কাঁটা, ইটভাটায় কাঠ পোড়ানো বন্ধের উপর গুরুত্বারোপ করেন।
Discussion about this post