খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বাংলাদেশ সেনাবাহিনীর ১৫ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি কর্তৃক পাহাড়ে স্থিতিশীলতা ও শান্তি প্রতিষ্ঠা বজায় রাখার লক্ষে নিয়মিত কর্মসূচীর অংশ হিসেবে বিভিন্ন জনকল্যাণমূলক কাজ পরিচালনা করে আসছে।
দায়িত্বপূর্ণ এলাকার আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি দরিদ্র ও অসহায় মানুষদের কল্যানে ত্রাণ বিতরণ, বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান, শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠান সমূহে সহায়তা প্রদান, গরীব ছাত্র-ছাত্রীদের আর্থিক সহায়তা প্রদান সহ বিভিন্ন আর্থ সামাজিক ও উন্নয়ন মুলক কর্মকান্ড পরিচালনার মাধ্যমে দেশ গঠনে অগ্রনী ভুমিকা পালন করছে।
মঙ্গলবার (৯ মে) মাটিরাঙ্গা জোনের দায়িত্বপূর্ন এলাকায় পাহাড়ি, বাঙ্গালী দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে বিনা মূল্যে চিকিৎসা সেবা এবং অসুস্থ ও হতদরিদ্র তিন জন ব্যক্তিকে চিকিৎসার জন্য ২০ হাজার টাকা করে সর্বমোট ৬০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়। এ দিন,সেন্ট প্যাট্রিক নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে চিকিৎসা সেবায় আরএমও হিসেবে সেবা প্রদান করেন ক্যাপ্টেন সাইফুজ্জামান সায়ক, ২৭০জন পাহাড়ি এবং ১৮০জন বাঙ্গালী সহ মোট ৪৫০ জন বিনা মূল্যে চিকিৎসা সেবা ও ঔষুধ প্রদান করেন। এসময় উক্ত মানবিক সহায়তা প্রদান কর্মসূচীতে মাটিরাঙ্গা জোনের জোন কমান্ডার লে: কর্ণেল মো: কামরুল হাসান, পিএসসি এবং জোনের উপ-অধিনায়ক মেজর মো: মুরাদ হোসাইন, পিএসসি সহ বিভিন্ন পদস্থ সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Discussion about this post