পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড কর্তৃক শিক্ষাবৃত্তি প্রদানে পাহাড়ি এবং বাঙ্গালী ছাত্র ছাত্রীদেরকে সমান অনুপাতে বৃত্তি প্রদানের জন্য পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান বরাবর স্মারকলিপি প্রদান করা হয় পিসিসিপির পক্ষ থেকে এ সময় উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ বান্দরবান জেলার সভাপতি আসিফ ইকবাল, সাধারন সম্পাদক হাবিব আল মাহমুদ, বান্দরবান সদর উপজেলার সভাপতি জমির উদ্দিন, পিসিসিপি ছাত্রনেতা তানভির হোসেন ইমন চেয়ারম্যান মহোদয়ের পক্ষে উক্ত স্মারকলিপি গ্রহন করেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বান্দরবান শাখার নির্বাহী প্রকৌশলী আবু বিন মোহাম্মদ ইয়াছির আরাফাত এবং উধ্বর্তন কতৃপক্ষের সাথে কথা বলে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন বলে আশ্বস্ত করেন । এ বিষয়ে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ, বান্দরবান জেলা সভাপতি আসিফ ইকবাল বলেন, প্রতি বছরই তিন পার্বত্য জেলায় উন্নয়ন বোর্ডের শিক্ষাবৃত্তিতে একটি বিশেষ সম্প্রদায়কে সুবিধা দেয়া হয় যা অত্যন্ত দু:খজনক, আমরা ভবিষ্যতে যাতে এই বৈষম্য না হয় সেজন্য আজকের আমাদের এই স্মারকলিপি প্রদান।
Discussion about this post