নারী ও শিশু অধিকার ফোরাম চট্টগ্রাম মহানগরের সদস্য সচিব, ড্যাব চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক শিশু বিশেষজ্ঞ ডাক্তার বেলায়েত হোসেন ঢালী বলেন, এই দৃশ্যের আহাজারী খোদার আরশে কাপঁন ধরায়। পরিবারের ছোট্ট শিশুটিকে নৃশংসভাবে হত্যাকান্ডের প্রতিবাদ জানানোর ভাষা আমাদের জানা নেই। তারপরও এই ধরণের আন্তভেদী মনবেদনার ছবি আমৃত্যু বহন করতে হবে আমাদের সমাজের প্রতিটি সচেতন মানুষকে। পিতা-মাতার হৃদয় চুরমার হওয়ার দৃশ্য সমগ্র দেশবাসীকে দীর্ঘ সময় পীড়া দেবে এধরণের নৃশংস হত্যাকান্ডগুলো। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিদের্শে প্রতিষ্ঠিত আমরা নারী ও শিশু অধিকার ফোরাম ঘাতকের সর্বোচ্চ শাস্তির দাবী জানাচ্ছি। আইনের ফাঁক ফোকর দিয়ে এই ঘাতকেরা যেন কিছুতেই রেহাই পেতে না পারে। আমরা দেশের সচেতন নাগরিকদের প্রতি আহ্বান জানাবো। আসুন আমরা ঐক্যবদ্ধভাবে এই ঘাতকদের বিরুদ্ধে শুধু প্রতিবাদে সীমাবদ্ধ না থেকে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তুলি। নারী ও শিশু অধিকার ফোরাম সবসময় এদেশের শাসিত, নির্যাতিত, লাঞ্ছিত, নিপীড়িত যেকোন নৃশংস-পৈচাশিক হত্যাকান্ডের প্রতিবাদ করার জন্য গঠিত হয়েছে। সব সময় মানুষের কল্যাণে আমরা মানুষ হিসেবে মানুষের জন্য কাজ করে যাবো। বৃহস্পতিবার (১১ মে) চট্টগ্রাম সিটি কর্পোরেশন ৫নং মোহরা ওয়ার্ডস্থ চাঁন্দমিয়া ফকির বাড়ীর মোঃ সেলিমের পুত্র পশ্চিম মোহরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণি পড়ুয়া শিশু শফিকুল ইসলাম রহিমের নৃশংস হত্যাকান্ডের প্রতিবাদ জানিয়ে তার বাড়ির আঙ্গিনায় ঘাতকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এক প্রতিবাদ সভায় ডা. বেলায়েত হোসেন ঢালী একথা বলেন। প্রতিবাদ সভায় আরো বক্তব্য রাখেন, নারী ও শিশু অধিকার ফোরাম চট্টগ্রাম মহানগরের যুগ্ম আহ্বায়ক এম. মঞ্জুর উদ্দীন চৌধুরী, ৫নং মোহরা ওয়ার্ড বিএনপির সভাপতি জানে আলম জিকু, জাতীয়তাবাদী যুবদল চট্টগ্রাম মহানগরের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশাররফ হোসাইন, বিএনপি নেতা মোঃ আবছার, ইকবাল চৌধুরী, মোঃ ইব্রাহিম, নারী ও শিশু অধিকার ফোরামের দাপ্তরিক দায়িত্ব প্রাপ্ত সাজ্জাদ হোসেন খান, প্রচার ও প্রকাশনার দায়িত্ব প্রাপ্ত মঈনুদ্দীন খান রাজিব, নারী ও শিশু অধিকার ফোরামের সদস্য ডাঃ ওমর ফারুক পারভেজ, নগর যুবদল নেতা শাহাদাত হোসেন চৌধুরী, নিহত শিশু শফিকুল ইসলাম রহিমের পিতা মোঃ সেলিম, নারী ও শিশু অধিকার ফোরামের সদস্য ইকবাল হোসেন সুমন, যুবদল নেতা মোঃ রাশেদ, মোঃ মিয়াজ, মোঃ আইয়ুব, মোঃ ফরহাদ, মোহরম বাসেকসহ স্থানীয় সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রতিবাদ সভা পূর্বে নিহত শফিকুল ইসলাম রহিমের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া, মোনাজাত এবং পরিবারের সদস্যদের সমবেদনা জ্ঞাপন করা হয়।
Discussion about this post