রাঙ্গামাটির লংগদু উপজেলার বগাচতর ইউনিয়নের রন্জিতপাড়া এবং শিবারেগাতে বর্তমানে সন্ত্রাসীদের নিত্য দিনের আড্ডাখানায় পরিনিত হয়েছে। যা সকলের জানা রয়েছে।শিবারেগা এলাকায় পরিত্যক্ত পুলিশ ক্যাম্পের জায়গাটিতে বিভিন্ন কলাকৌশলে তারা দু একর জায়গা দখল করে নিয়েছে নিজেদের ধর্মীয় প্রতিষ্ঠানের নাম করে, যেখানে চলে সন্ত্রাসীদের মিটিং মিছিল, যার নেতৃত্বে বিনয় প্রশাদ কারবারী, নতুনা চাকমা ও তোপন জ্যোতি চাকমা।বর্তমানে তাদের কেয়াং ঘরের দু একর জায়গা বাদ দিয়ে আবারো নতুন করে চম্পা চাকমা নামে একজন মহিলার নাম ব্যবহার করে ক্যাম্প স্থাপনের নির্ধারণ করা জয়াগা দখল করার পায়তারা চালাচ্ছে। স্থানীয় বিজিবি জোন এলাকার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে পরিত্যক্ত ক্যাম্পের জনয়গা গুলোতে নতুন করে কোন ঘরবাড়ি তৈরী করতে নিষেধ করলে তারা বিজিবির বিরুদ্ধে সোশ্যাল মিডিয়াতে মিথ্যাছার করে বেড়াচ্ছে।বর্তমানে তারা যে জায়গাটি দখল করতে চাচ্ছে সে জায়গাটিতে এখনো পুলিশ ক্যাম্পের স্থাপিত টিউবওয়েল রয়েছে,যার পানি তারা পান করছে।এমত অবস্থায় ক্যাম্পের জায়গা দখল করে বিভিন্ন ভাবে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ প্রশসনের বিরুদ্ধে মিথ্যাছার করে এলাকার শান্তি সম্প্রীতি নষ্ট করার পায়তারা করছে, যেকোন সময় উক্ত এলাকায় বড় ধরনের রক্তপাত হওয়ার আশঙ্কা রয়েছে।স্থানীয় সচেতন মহলের দাবী যেহেতু শিবারেগা এলাকাটি চিন্হিত একটি সন্ত্রাসী এলাকা, সেহেতু খুব দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীর যেকোন একটি ক্যাম্প স্থাপন করা হোক। এখানে যারা চিন্হিত সন্ত্রাস তারাই প্রকাশ্যে বিভিন্ন দপ্তরের তদবীর চালাচ্ছে ক্যাম্প না হওয়ার জন্য। তাই সন্ত্রাসীদের হাত থেকে বাঁচতে জরুরি ভিত্তিতে ক্যাম্প স্থাপন করা দরকার। এখানে ক্যাম্প হওয়া মানে সন্ত্রাসীরা বর্ডারের ওপার চলে যেতে হবে, যার ফলে বিভিন্ন কলাকৌশল অবলম্বন করছে।
Discussion about this post