নগরীর আসকার দিঘীর পাড়স্থ ঐতিহ্যবাহী কারাতে ক্লাব ফ্রেন্ডস ক্লাব কারাতে একাডেমীর এপ্রিল-২০২৩ সেশনের কিউ গ্রেডিং এন্ড পারফরমেন্স ইভালুয়েশন টেস্ট গত ১২ই মে রোজ শুক্রবার ফ্রেন্ডস ক্লাব দোজোতে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী অনুষ্ঠিত এবারের টেস্টে অংশগ্রহণ করেছে ৪৭০+ প্রশিক্ষণার্থী। পরীক্ষায় প্রধান পরীক্ষকের দায়িত্ব পালন করেন হোনকে সোতোকান কারাতে-দো এসোসিয়েশন এর সম্মানিত সভাপতি ও ফ্রেন্ডস ক্লাব কারাতে একাডেমীর প্রধান প্রশিক্ষক শিহান রতন তালুকদার। সহকারী পরীক্ষকের দায়িত্ব পালন করেন ফ্রেন্ডস ক্লাব কারাতে একাডেমীর সিনিয়র প্রশিক্ষক সেন্সি সোনামণি চাকমা ও হোনকে সোতোকান কারাতে-দো এসোসিয়েশন এর প্রযুক্তিগত পরিচালক সেন্সি তীর্থ তালুকদার।
Discussion about this post