সবচেয়ে নিম্নমানের খাবার চট্টগ্রাম বিদ্যালয়ে (চবি) পাওয়া যায় বলে দাবি করেছেন চবি শিক্ষার্থীরা।রবিবার (১৪ মে) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্টের মাধ্যমে এমনটা জানান চবির পদার্থবিদ্যা বিভাগের ৪র্থ বর্ষের হানজালা ইসলাম হানিফ নামের এক শিক্ষার্থী।এই নিম্নমান ও অস্বাস্থ্যকর খাবার থেকে বাঁচতে তিনি স্কুল কলেজের শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যারা গৃ্হশিক্ষক হিসেবে রাখেন তাদের কাছে পড়ানোর বিনিময়ে দুইবেলা খাবার দেওয়ার আকুতি জানিয়েছেন।এছাড়া চবির হলের ডাইনিং সহ, আশেপাশে অবস্থিত হোটেল গুলোর খাবার মানুষের পাশাপাশি ক্যাম্পাসের জীবজন্তুর জন্যও অস্বাস্থ্যকর বলে দাবি করেন।তিনি পোস্টে লিখেছেন, ‘বিশ্বের সবচেয়ে জঘন্য খাবার বিক্রি করা হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। আশেপাশে কেউ যদি ছেলেমেয়ে পড়ানোর বিনিময়ে ২বেলা খাইতে দেন তাহলে বেঁচে থাকা সহজ হবে। এ ক্যাম্পাসের খানা খেয়ে কুত্তাগুলোও কিভাবে বেঁচে আছে আল্লাহ ভালো জানেন।এছাড়া পোস্টেটিতে অন্যান্য শিক্ষার্থীরা কমেন্টে লিখেছেন, ‘খাবারের জন্য যত দ্রুত চট্টগ্রাম ত্যাগ করা যায় তত আগে বাঁচি, মানুষের রান্নাও যে এত খারাপ হয়,না খাইলে বুজতাম ই না, ক্যাম্পাসের খাবার নিয়ে রীতিমত অতিষ্ঠ ইত্যাদি।’
Discussion about this post