ঝালকাঠির নলছিটিতে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব ‘মা” দিবস উদযাপন করা হয়েছে। বিশ্ব মা দিবস উপলক্ষে রবিবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ কার্যালয় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জান্নাত আরা নাহিদের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ সিদ্দিকুর রহমান।অনুষ্ঠানে উপস্থিত বক্তরা বলেন, মা-এর জন্য নিদিষ্ট কোন দিন নয় বরং প্রতিটি দিনই মা-দিবস। যাদের জন্য আমরা পৃথিবীতে এসেছি তাদের সারা জীবন ভালোবাসতে হবে। প্রতিটি সন্তানের দায়িত্ব মা-বাবার সেবা করা। মা সন্তানের জন্য আল্লাহর পাকের একটা বড় নিয়ামক।
প্রধান অতিথি আরো বলেন, মায়ের পায়ের নিচে সন্তানের বেহস্ত। যাদের মা আছে তারা মাকে ভালোবাসুন। সব সময় মায়ের খোঁজ রাখুন। সন্তানের কিছু হলে সবার আগে মা জানতে পারে। মা না খেয়ে সন্তাকে খাওয়ায়। অথচ সেই মাকে অনেকে কষ্ট দেয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাঈমুন্নাহার, উপজেলা কৃষক লীগ সাধারণ সম্পাদক মোঃ মহসীন খন্দকারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মা ও সন্তানরা উপস্থিত ছিলেন।
Discussion about this post