বান্দরবানে কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) এর পুঁতে রাখা মাইন বিস্ফোরনে রাশেদ নামে এক শ্রমিক নিহত হয়েছে এবং এ ঘটনায় দুলাল নামে আরো এক শ্রমিক আহত হয়েছে। মঙ্গলবার (২৩মে) সকালে রুমা ও থানচি উপজেলার সীমান্তবর্তী বঙ্কু পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ও আহত উভয় চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাসিন্দা।পুলিশ ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার সকালে নব নির্মিত সীমান্ত সড়কের পাশে বলিপাড়া ৩৮ বিজিবির একটি অস্থায়ী ক্যাম্প নির্মানের পরিকল্পনাধীন পাহাড়ে জঙ্গল কাটার কাজ করছিল রাশেদ ও দুলাল। এসময় হঠাৎ মাটিতে পুঁতে রাখা মাইন বিস্ফোরন হলে ঘটনাস্থলেই রাশেদ মারা যায় এবং দুলাল গুরুত্বর আহত হয়। পরে তাদের উদ্ধার করে থানচি হাসপাতালে নেওয়া হয় । আহত দুলালকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়।
থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক বলেন, মাইন বিস্ফোরনে এক শ্রমিক নিহত ও একজন আহত হয়েছে। ঘটনাটি থানচি সীমানায় ঘটলেও এটি রুমা থানার অন্তর্গত। রেমাক্রি প্রাংশা ইউনিয়নের ৩নং ওয়ার্ডে ঘটেছে। ধারনা করা হচ্ছে কেএনএফ এর পুঁতে রাখা মাইন বিস্ফোরনে এ ঘটনা ঘটেছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।
Discussion about this post