ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ঝড়ে গাছ পড়ে আলী আহমদ নামে এক সিএনজি চালক মর্মান্তিকভাবে নিহত হয়েছে। মঙ্গলবার (২৩ মে) বেলা ১১ টার দিকে উপজেলার কোনাঘাট এলাকায় এই ঘটনা ঘটে। নিহত আলী আহমদ উপজেলার বড়িকান্দি ইউনিয়নের থোল্লাকান্দি গ্রামের মৃত আলী আকবরের ছেলে। এছাড়াও সিএনজিতে থাকা চারজন যাত্রী গুরুতর আহত হয়েছেন বলেও জানা যায়।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুদ্দিন আনোয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নবীনগর পৌর এলাকা থেকে একটি সিএনজি উপজেলার বড়িকান্দি ইউনিয়নের থোল্লাকান্দি যাচ্ছিল। কোনাঘাট এলাকায় পৌঁছালে ঝড় শুরু হয়। ঝড়ে একটি জামগাছ উপড়ে সিএনজিটির ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই সিএনজি চালক আলী আহমেদ মৃত্যুবরণ করেন।
Discussion about this post