ঝালকাঠির রাজাপুরে তালাবদ্ধ ঘরে পলাশ খন্দকার (৩৫) নামে এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। সোমবার দিবাগত গভীর রাতে উপজেলার মঠবাড়ী ইউনিয়নের বাঁশতলা এলাকায় পুলিশ ঘরের তালা ভেঙে তার লাশ উদ্ধার করে। পলাশ ওই এলাকার মো. আবুল খন্দকারের ছেলে। রাতেই পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।পুলিশ ও স্থানীয়রা জানান, পলাশ খন্দকারের বাবা ঢাকায় থাকেন। মাদক সেবন করায় পরিবারের সঙ্গে তার সম্পর্কের অবনতি হয়। পাঁচ দিন আগে তার স্ত্রী সাথী আক্তার দুই মেয়ে তামান্না (১০) ও আফসানাকে (৫) নিয়ে বাবার বাড়ি চলে যান। এর পর থেকে পলাশ বাড়িতে একা ছিলেন।
ঘরে বসে মাদক সেবন করায় সব সময় তার ঘরে সামনে থেকে তালা লাগানো থাকত।
গতকাল সোমবার রাতে বিদ্যুৎ চলে গেলে প্রচণ্ড গরমে বাড়ির লোকজন উঠানে নেমে আসে। এ সময় পলাশের ঘরে কোনো আলো না দেখে তারা জানালা দিয়ে টর্চলাইটের আলো ফেলে পলাশকে গলায় ফাঁস লাগানো অবস্থায় খাটের ওপর পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাতেই ঘরের তালা ভেঙে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
খাটের ওপর পড়ে থাকায় পলাশের মৃত্যু নিয়ে জনমনে রহস্যের সৃষ্টি হয়। পলাশের ঘর থেকে মাদক সেবনের আলামতও উদ্ধার করে পুলিশ।
রাজাপুর থানার পরিদর্শক মো. ফিরোজ কামাল বলেন, ‘এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। মৃত্যুর সঠিক কারণ জানতে আজ মঙ্গলবার সকালে লাশ ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
Discussion about this post