গুম মানবতা বিরোধী অপরাধ
আর্ন্তজাতিক গুম সপ্তাহে চট্টগ্রামে মানববন্ধনে বক্তারা
গুমের শিকার ব্যক্তিদের ফিরিয়ে দেওয়ার দাবিতে আর্ন্তজাতিক গুম সপ্তাহে চট্টগ্রামে মানববন্ধন করেছে মানবাধিকার কর্মী ও গুমের শিকার হওয়া ব্যক্তির স্বজনরা।গুম হওয়া ব্যক্তির স্বজনদের সংগঠন ‘মায়ের ডাক’ ও ‘হিউম্যান রাইটস ডিফেন্ডার্স নেটওয়ার্ক চট্টগ্রামের যৌথ আয়োজনে ‘গুম বন্ধ কর, গুমের শিকার ব্যক্তিদের ফিরিয়ে দাও’ শ্লোগানে শুক্রবার সকাল সাড়ে ১০টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে মুলপ্রবন্ধ পাঠ করেন মানবাধিকার কর্মী আব্দুল্লাহ মজুমদার।মায়ের ডাক ও হিউম্যান রাইটস ডিফেন্ডারস নেটওয়ার্ক’র ও অধিকার চট্টগ্রামের ফোকাল পার্সন ওচমান জাহাঙ্গীর এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, সাংবাদিক কামরুল হুদা, কামাল পারভেজ, ইকবাল বাহার চৌধুরী, ইমরান সোহেল।পারভিন আকতার, খোরশেদ আলম, আমিনুল মোস্তফা, আবুল হাসান, জেএসডি মহানগর সভাপতি মুস্তবা কামাল,দক্ষিণ জেলার মোহাম্মদ ইসহাক চৌধুরী। উত্তর জেলা মো এয়াকুব চৌধুরী, মানবাধিকার কর্মী, শহিদুজ্জামান, ফৌজিয়া আক্তার লোটন, মীর বরকত, রুহুল আমিন, মো.করিম, মো.নোমান, বিপ্লব।
Discussion about this post