উপজেলার কাঞ্চনাবাদ এলাকায় আজ ২৯মে/সোমবার,সকাল ১১টা হতে বিকেল৪টা পর্যন্ত এ অভিযান চালানো হয়।
অভিযানে শাহ আলী রজা ব্রীকস ও পটিয়া ব্রীকস কে এসকেভেটর দিয়ে গুড়িয়ে দেয়া হয় এবং শাহ আমানত ব্রীকসকে ২০ লক্ষ টাকা জরিমানা করা হয়।লাইসেন্স না থাকায় ইট ভাটার প্রতি এ পদক্ষেপ । অনুমতিহীন, অবৈধভাবে নির্মিত ইটভাটার বিরুদ্বে অভিযান অব্যাহত থাকবে বলে উপজেলা প্রশাসন জানান্। উল্লেখ্য যে, সম্প্রতি মাননীয় হাইকোর্ট চন্দনাইশে অবৈধ ভাবে গড়ে উঠা ইট ভাটার বিরুদ্ধে কি ব্যবস্থা নেয়া হয়েছে তা’ জানতে চাওয়া হয়েছে।
অভিযানে নেতৃত্ব দেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জিমরান মোহম্মদ সায়েক।সাথে ছিলেন পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক উর্মী সরকার, চন্দনাইশ থানা পুলিশ, ফায়ার সার্ভিস ও পল্লী বিদ্যুৎ বিভাগ।
Discussion about this post