খাগড়াছড়িতে আওয়ামী লীগ ও বিএনপি পাল্টা পাল্টি মামলায় বিএনপির ২ নেতাকে গ্রেফতার করা হয়েছে সোমরাব (২৯ মে) রাতে তাদের নিজ নিজ বাসা থেকে গ্রেফতার করা হয়,গ্রেফতারকৃতরা খাগড়াছড়ি পৌর বিএনপি’র ক্রীড়া ও সাহিত্য বিষয়ক সম্পাদক নেছার আলী ও ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল কুদ্দুস। এ ছাড়া জেলা বিএনপির সহ-আইন বিষয়ক সম্পাদক রতন কুমার ত্রিপুরা, জেলা যুবদলের সহ-সভাপতি নাসির সিকদার ও আমীর খানসহ একাধিক বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বাড়িতে পুলিশ অভিযান চালায়।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হবে।
খাগড়াছড়ির সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়া অভিযোগ জানান, বিএনপির দায়ের করা মামলায় আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, অথচয় আওয়ামী লীগের দায়ের করা মামলায় বিএনপির নেতাকর্মীদের গ্রেফতার করা হচ্ছে, তিনি গ্রেফতারকৃত নেতাকর্মীদের নি:শর্ত মুক্তি ও
পুলিশি হয়রানি বন্ধ সহ সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।
Discussion about this post