খাগড়াছড়িতে ২০৪০ সালের মধ্যে তামাকমুক্ত বাংলাদেশ গড়ে তোলার লক্ষে জেলা প্রশাসনের আয়োজনে তামাক নিয়ন্ত্রণ বাস্তবায়নে জেলা টাস্কফোর্স কমিটির সদস্য ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের তামাক নিয়ন্ত্রণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩১ মে) সকাল সাড়ে ১০টার সময় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়,সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান। বক্তারা জানান, ২০৪০ সালের মধ্যে তামাকমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে জনসাধারণের মধ্যে সচেতনতা বৃদ্ধি করে এবং অংশীদারদের একনিষ্ঠ ভূমিকার মাধ্যমে তা সম্ভব হবে বলে আমরা বিশ্বাস করি,যার যেখানে পতিত জমি রয়েছে, সেখানে বিভিন্ন ধরনের সবজি চাষের মাধ্যমে উৎপাদন বাড়াতে হবে, যার ফলশ্রুতিতে স্হানীয় চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন অঞ্চলের সবজির চাহিদা মেটানো সম্ভব হবে। ধুমপান ও তামাক গ্রহন করা থেকে সবাইকে দূরে থাকতে হবে। আশা রাখবো জনসাধারনের সচেতনতা, অংশিদারদের প্রয়োজনীয় ভূমিকা ও সকলের আন্তরিক প্রচেষ্টার মাধ্যমে তামাকমুক্ত দেশ গড়ে তুলতে আমরা সক্ষম হবো।
এ সময় জেলা পুলিশ সুপার মো. নাইমুল হক, খাগড়াছড়ি সদর উপজেলা চেয়ারম্যান মো. শানে আলম, অতিরিক্ত জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা, অতিরিক্ত জেলা প্রশাসক মো. নজরুল ইসলাম, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য কল্যাণ মিত্র বড়ুয়া উপস্থিত ছিলেন।
Discussion about this post