খাগড়াছড়িতে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড কর্তৃক বাস্তবায়নাধীন বিদ্যুৎ সরবরাহ প্রকল্প -২য় পর্যায়”পার্বত্য চট্টগ্রামের প্রত্যন্ত অঞ্চলে সোলার প্যানেল স্থাপনের মাধ্যমে উপকার ভোগীদের মাঝে সোলার হোম সিস্টেম বিতরণ করা হয়েছে।
শনিবার(৩ মে) দুপুরের দিকে মানিকছড়ি উপজেলার বাটনাতলী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ৯’শ ৫৪টি পরিবারের মাঝে এ সোলার হোম সিস্টেম বিতরণ করা হয়। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের উপ-সচিব ও বাস্তবায়ন কমিটির সদস্য মো. হারুন-অর-রশিদ সভায় সভাপতিত্ব করেন,এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভারত প্রত্যাগত শরনার্থী বিষয়ক টাস্কফোর্স’র চেয়ারম্যান (প্রতিমন্ত্রী পদ-মর্যাদা) কুজেন্দ্র লাল ত্রিপুরা,এমপি।
এ সময় উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য কল্যাণ মিত্র বড়ুয়া,সদস্য শাহিনা আক্তার, শুভ মঙ্গল চাকমা, মাঈন উদ্দিন, মানিছকছড়ি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন, বাটনাতলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবদুর রহিম প্রমুখ।
Discussion about this post