পার্বত্য খাগড়াছড়ির পানছড়ি উপজেলার লোগাং সীমান্ত এলাকায় সরকারী রাজস্ব ফাঁকি দিয়ে অবৈধ পথে নিয়ে আসা ভারতীয় চিনিসহ একটি ট্রাক্টর জব্দ করেছে বিজিবি।গতকাল (২ জুন) শুক্রবার গভির রাতে লোগাং জোন (৩ বিজিবি) বিওপির কমান্ডার নায়েব সুবেদার ধনঞ্জয় কুমারের নেতৃত্বে উপজেলার দুদুকছড়া এলাকায় এ অভিযান পরিচালনা করে ভারতীয় ৬৫ বস্তা অবৈধ চিনি সহ চারজন চোরাকারবারি ও একটি ট্রাক্টর আটক করা হয়। লোগাং জোন অধিনায়ক লে. কর্নেল এ কে এম আরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
বিজিবি সূত্রে, আটককৃতরা হলেন,ট্রাক্টর চালক
আবুল খায়ের (৪৫) পিতা মো. ইদ্রিস আলী গ্রাম-দমদম পানছড়ি,একই উপজেলার মোল্লাপাড়া গ্রামের শহিদ দেওয়ানের ছেলে .মো জসিম (৩০), ইব্রাহিমের ছেলে বাবুল মিয়া (৪০) এবং মধ্যনগর গ্রামের আব্দুল কাদেরের ছেলে মো. রাকিব (২২) আটককৃত আসামিদের আজ শনিবার জব্দকৃত চিনি ও ট্রাক্টরসহ পানছড়ি থানায় হস্তান্তর করা হয়েছে।
পানছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হারুন রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান আটককৃতদের মামলার মাধ্যমে খাগড়াছড়ি আদালতে পাঠানো হয়েছে।
লোগাং জোন অধিনায়ক লে. কর্নেল এ কে এম আরিফুল ইসলাম জানান,
সীমান্তে চোরাচালান,মাদক,এবং সকল প্রকার অবৈধ কার্যকলাপ বন্ধে বর্ডার গার্ড বাংলাদেশ সব সময় সর্তক অবস্থায় রয়েছে, নিয়মিত এ ধরনের অভিযান অব্যহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
Discussion about this post