ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের বিদ্যাকুটে বৃষ্টিতে ভিজে বাজার থেকে বাড়িতে যাওয়ার পথে শ্রাবণ নামে কিশোরের মৃত্যু হয়েছে। রবিবার (০৪ জুন) বেলা সারে তিনটার দিকে নবীনগর উপজেলার বিদ্যাকুট ইউনিয়নের বিদ্যাকুট খেলার মাঠে এ ঘটনা ঘটেছে।
মারা যাওয়া শ্রাবণ হলো বিদ্যাকুট গ্রামের মালেশিয়া প্রবাসী সোহরাব মিয়ার ছেলে।
স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিদ্যাকুট বাজার থেকে মাথার চুল কেটে বাজার নিয়ে বাড়িতে আসার পথে বিদ্যাকুট উচ্চ বিদ্যালয় খেলার মাঠে একদল কিশোর ফুটবল খেলছিল। তাদের পাশ দিয়ে আসার পথেই। বিকট শব্দে বজ্রপাতের ঘটনা ঘটে। এ সময় শ্রাবণ মাটিতে লুটিয়ে পড়তে দেখে অন্যরা চিৎকার করতে থাকে। পরে স্থানীয় লোকজন মাঠে গিয়ে তাদের উদ্ধার করেন বিদ্যাকুট যোগাযোগ ড্রাইগনিস্টে নিয়ে গেলে কর্তব্য চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করে।
তিন ওয়ার্ডের ইউপি সদস্য কাসেম মিয়া বলেন, এই কিশোরের মৃত্যুর ঘটনায় তাঁদের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তার বাবা মালোশিয়া প্রবাসী তার বাবা ছুটিতে দেশে আসছে বর্তমানে ঢাকায় আছে তার বাবাকে সে এখনো দেখতে পারে নাই। আজ সে তার বাবাকে দেখার উদ্দেশ্য ঢাকা যাওয়ার জন্য চুল কাটতে বাজারে গেছিলো। তার বাবার সাথে আর দেখা হলোনা। তবে এ ঘটনায় বোঝা যায়, বৃষ্টিপাতের সময় সবাইকে নিরাপদ স্থানে থাকা দরকার।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুদ্দিন আনোয়ার বলেন, খবর পেয়ে পুলিশ পাঠানো হয়। এটি ছিল প্রাকৃতিক দুর্যোগে মৃত্যুর ঘটনা।
Discussion about this post